Thursday, June 17, 2010

কবিতা: বাংলা ভাষা কবি: মো: জাহিদ হাসান

বাংলা মোদের মায়ের ভাষা,
বাংলা মোদের লক্ষ্য আশা,
বাংলা ভাষা বাংলা ভাষা
সব বাঙ্গালীরই লক্ষ্য আশা।
মায়ের কোলে মাথা রেখে,
হাজার গল্পের মাঝে-
প্রথম শিখি বাংলা ভাষা,
মায়ের কথার সাথে।
বাংলা ভাষায় কথা বলি,
বাংলা ভাষায় লিখি,
বাংলা ভাষায় গেয়ে গান-
দেশের কথা বলি।
বাংলা গান গেয়ে চাষী,
সোনালী ধান কাটে,
বাংলা গানের সুরের সাথে-
ফুল পরীরাও নাচে।
বাংলা গানে ছন্দ আছে,
আছে মায়ার টান,
গেয়ে যাব সারাজীবন-
বাংলা ভাষার গান।

No comments:

Post a Comment