আমি কি দিব বন্ধু তোমায়
ভেবে নাহি পাই -
তবুও কেন আমি বারে বারে
তোমার কাছে ছুটে যাই।
আমার চোখে কোন স্বপ্ন নেই
তবুও কেন স্বপ্ন দেখি-
আমার মনে কোন ছন্দ নেই
তবুও কেন কবিতা লিখি।
আমার মনে কোন প্রেম নেই
তবুও কেন প্রেমে পড়ি,
আমিতো কোন নাবিক নই-
তবুও কেন জাহাজের হাল ধরি।
আমার চোখে এক ফোটাও অশ্রু নেই,
তবুও কেন অশ্রু ঝরে-
আমার মনের আকাশে কোন মেঘ নেই
তবুও কেন বৃষ্টি পড়ে।
আমিতো কোন পাখি নই,
তবুও কেন আমার এই মন নীল আকাশে ওড়ে-
আমিতো কাউকে মনে করতে চাই না,
তবুও কেন তোমার কথা মনে পড়ে।
আমার কন্ঠে কোন সুর নেই,
তবুও কেন গান গাই।
আমিতো কাউকে আমার জীবনে চাই না-
তবুও কেন তোমাকে আমার এই জীবনে চাই।
No comments:
Post a Comment