Thursday, June 17, 2010

কবিতার নাম: বৃষ্টি কবি : মো: জাহিদ হাসান

ছোট্ট একটি গ্রাম
সবুজ শ্যামলে ঢাকা।

পথ ঘাট তার আঁকাবাকা।

সেই গ্রামের ঐ মেয়ে,
নুপুর পায়ে দিয়ে-
কাধে ব্যাগ নিয়ে-
আসতো স্বপ্নের রাণীনগরে।

মেয়েটির নাম কি?
বলব আমি বৃষ্টি,
কথা ভারী মিষ্টি,
কাজল কালো দৃষ্টি,
বৃষ্টি সেতো বৃষ্টি।

No comments:

Post a Comment