Thursday, June 17, 2010

কবিতা: বাংলা ভাষা কবি: মো: জাহিদ হাসান

বাংলা মোদের মায়ের ভাষা,
বাংলা মোদের লক্ষ্য আশা,
বাংলা ভাষা বাংলা ভাষা
সব বাঙ্গালীরই লক্ষ্য আশা।
মায়ের কোলে মাথা রেখে,
হাজার গল্পের মাঝে-
প্রথম শিখি বাংলা ভাষা,
মায়ের কথার সাথে।
বাংলা ভাষায় কথা বলি,
বাংলা ভাষায় লিখি,
বাংলা ভাষায় গেয়ে গান-
দেশের কথা বলি।
বাংলা গান গেয়ে চাষী,
সোনালী ধান কাটে,
বাংলা গানের সুরের সাথে-
ফুল পরীরাও নাচে।
বাংলা গানে ছন্দ আছে,
আছে মায়ার টান,
গেয়ে যাব সারাজীবন-
বাংলা ভাষার গান।

হৃদয়ের কথা মো: জাহিদ হাসান

আমি কি দিব বন্ধু তোমায়
ভেবে নাহি পাই -
তবুও কেন আমি বারে বারে
তোমার কাছে ছুটে যাই।

আমার চোখে কোন স্বপ্ন নেই
তবুও কেন স্বপ্ন দেখি-
আমার মনে কোন ছন্দ নেই
তবুও কেন কবিতা লিখি।

আমার মনে কোন প্রেম নেই
তবুও কেন প্রেমে পড়ি,
আমিতো কোন নাবিক নই-
তবুও কেন জাহাজের হাল ধরি।

আমার চোখে এক ফোটাও অশ্রু নেই,
তবুও কেন অশ্রু ঝরে-
আমার মনের আকাশে কোন মেঘ নেই
তবুও কেন বৃষ্টি পড়ে।

আমিতো কোন পাখি নই,
তবুও কেন আমার এই মন নীল আকাশে ওড়ে-
আমিতো কাউকে মনে করতে চাই না,
তবুও কেন তোমার কথা মনে পড়ে।

আমার কন্ঠে কোন সুর নেই,
তবুও কেন গান গাই।
আমিতো কাউকে আমার জীবনে চাই না-
তবুও কেন তোমাকে আমার এই জীবনে চাই।

কবিতার নাম: বৃষ্টি কবি : মো: জাহিদ হাসান

ছোট্ট একটি গ্রাম
সবুজ শ্যামলে ঢাকা।

পথ ঘাট তার আঁকাবাকা।

সেই গ্রামের ঐ মেয়ে,
নুপুর পায়ে দিয়ে-
কাধে ব্যাগ নিয়ে-
আসতো স্বপ্নের রাণীনগরে।

মেয়েটির নাম কি?
বলব আমি বৃষ্টি,
কথা ভারী মিষ্টি,
কাজল কালো দৃষ্টি,
বৃষ্টি সেতো বৃষ্টি।